লোহাগাড়ায় মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফাহিম (১৭) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাহিম সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ফৌজ্জার বর পাড়ার আমিন মিস্ত্রির পুত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানভীর রাফি (১৭) নামে আরেক বাইক আরোহী। তিনি একই এলাকার মো. ছরওয়ারের পুত্র ও গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রামমুখি বাইক আরোহী ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি নোয়া গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা দুই আরোহী গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় এস এম বাকী বিল্লাহ শিবলী জানান, তানভির বাইকযোগে তার সহপাঠী ফাহিমকে নিয়ে পিতার জন্য ওষুধ কিনতে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে যান। ওষুধ কিনে ফেরার পথে ঘটনাস্থলে বাইকের সাথে নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাইক আরোহী ফাহিমের মৃত্যু হয়। এছাড়া সেখানে আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন আরেক বাইক আরোহী তানভির।
স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার আইনী প্রক্রিয়া শেষে নিহত ফাহিমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। রাতে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে জানতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলমকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তার ব্যবহৃত অফিসিয়াল মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।












