ওষুধে আর কাজ হবে না, ইনজেকশন দিতে হবে

মো. হান্নান, আমড়া বিক্রেতা | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আমড়া বিক্রেতা হান্নানের বাড়ি কুমিল্লা। দুই বোন, দুই ভাই তারা। তিনি বলেন, বর্তমানে আমাদের সমাজে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। এটি একটা অসুখ। অসুখের চিকিৎসা দ্রুত করতে হবে। ওষুধে কাজ না হলে ইনজেকশন দিতে হবে। এখন ধর্ষণ যে পর্যায়ে গেছে, ওষুধে আর কাজ হবে না। ইনজেকশন দিতে হবে। অপারেশন করে সমাজ থেকে ধর্ষক নামের ওই অংশটা কেটে বাদ দিতে হবে। নইলে অসুখ ছড়িয়ে পড়বে। পাশাপাশি নিজ নিজ ধর্ম পালন করার ওপরও জোর দেন তিনি। তিনি বলেন, বর্তমান সমাজে মা-বোনেরা নিরাপদ না। সত্যি দুঃখ লাগে। এর জন্য আমরা পুরুষরাই দায়ী।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের শাস্তি দিতে হবে প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধসালিসী বৈঠকে সমাধানে বাধ্য হয় মেয়ের পরিবার