ওষুধের দোকানে মিলল জমির দলিল-খতিয়ান

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জমির দলিল, খতিয়ান এবং জমি সংক্রান্ত কাগজপত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চরলক্ষ্যা ইউনিয়নের শাহসূফী আজিজনগর খুইদ্দ্যারটেক এলাকার ইভা মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব জমি সংক্রান্ত কাগজপত্র পান। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। তিনি জানান, কিছু অভিযোগের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসিতে কিছু দলিল, খতিয়ান এবং জমি সংক্রান্ত কাগজ পাওয়া গেছে। সেগুলো যাচাই করে মালিককে ফেরত দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ইভা মেডিসিন কর্নারে ওষুধ বিক্রির আড়ালে দলিল লেখকের মাধ্যমে ভুয়া পর্চা ও আমমোক্তার নামা দলিল সৃজন করে জমি মালিকদের হয়রানি করতেন ডা. ইকবাল খোরশেদ। ওয়াসিম নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১৯ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডা. ইকবাল খোরশেদসহ তিনজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে কর্ণফুলী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্ণফুলী থানা বিষয়টি তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় সন্তান ভূমিষ্ঠের আনন্দ মুছে গেল প্রথম সন্তানকে হারিয়ে
পরবর্তী নিবন্ধজনস্বাস্থ্য ইনস্টিটিউটে ড্রেস কোডের নির্দেশনা, পরে বাতিল