ওষুধের দাম বৃদ্ধিতে রোগীদের দুর্ভোগ বেড়েছে : সুজন

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

ওষুধের দাম বৃদ্ধি করে রোগীকে দুর্ভোগে ফেলার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উপরোক্ত বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তিতে সুজন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশেও বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। ফলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে চাপে রয়েছে স্বল্প আয়ের নাগরিকগণ। প্রধানমন্ত্রীর ত্বরিত হস্তক্ষেপের ফলে বেশ কিছু পণ্যের দাম কমেছে সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুজন। তবে এ সময়ে ওষুধের দাম বৃদ্ধির ফলে বাস্তবিক অর্থে রোগী ও তাদের স্বজনরা চাপে পড়বেন। বিশেষ করে বিভিন্ন রোগ-শোকে যাদেরকে প্রতিদিন ওষুধ সেবন করতে হয় তারা দুর্ভোগে পড়বেন বলে মত প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা গেছে প্রায় ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। যেগুলো প্রায় সবসময় রোগীরা সেবন করে থাকেন। আকস্মিকভাবে ওষুধের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। প্রাপ্ত তথ্য মতে কোনো কোনো ওষুধের দাম শতভাগেরও বেশি বাড়ানো হয়েছে। এক শ্রেণীর লোভী ওষুধ উৎপাদনকারী সিন্ডিকেটের কারণে ওষুধের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি করা হয়েছে বলে সাধারণ রোগীদের অভিযোগ রয়েছে। মানুষের জীবন মৃত্যুর অতি প্রয়োজনীয় উপকরণ ওষুধ নিয়ে এসব ছলছাতুরির অবসান ঘটিয়ে সকল পক্ষকে মানবিক হওয়ার উদাত্ত আহবান জানান খোরশেদ আলম সুজন।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট এলাকায় চোলাই মদসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধসিএনজি মালিকদের অতিরিক্ত আদায় বন্ধ না হলে লাগাতার ধর্মঘট