ওষখাইন আলী নগর দরবার শরীফে আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রহ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, কিয়াম ও মোনাজাত। এতে উপস্থিত থাকবেন মাদ্রাসার পরিচালক শাহজাদা আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মুহাম্মদ নেছার মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।











