ওল্ড স্কলাস্টিকানস আ্যসো’র বসন্ত উৎসব ও নারী দিবস উদযাপন

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ওল্ড স্কলাস্টিকানস অ্যাসোসিয়েশনের (ওএসএ) উদ্যোগে গত ১৩ মার্চ শনিবার বসন্ত উৎসব, আন্তর্জাতিক নারী দিবস ও স্বাধীনতা দিবস পালন হয় করা। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন স্কলাস্টিকান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিরেক্টর রেহেনা আলম খান, সাংবাদিক ডেইজি মউদুদ।এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ছিল সংগীত, নৃত্য, গেমস, রঙিন লাইট,আতশবাজি সহ স্প্রিং কুইন/বসন্তের রানী নির্বাচন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মেহবুবা আহসান, অ্যাঞ্জেলা রোজ গনসালভেস, দিলশাদ হক, রোকেয়া পারভীন পপি, আলেয়া কোহিনূর আজম, কিরণ আজিম, ম্যাগনোলিয়া রিম্পেল গনসালভেস, মর্তুজা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানান, ব্যবস্থা নেব
পরবর্তী নিবন্ধবদি ভাণ্ডারে শিক্ষা সামগ্রী বিতরণ