ওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের ফ্যামেলি মিউজিক্যাল নাইট

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের (ওপিএ) উদ্যোগে ওপিএ ফ্যামেলি মিউজিক্যাল নাইট গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ওপিএ’র সাধারণ সম্পাদক মো. তানভীর তাওসীব তাসকিন এবং কোষাধ্যক্ষ মো. আসিফ ইকবালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ওপিএ’র সভাপতি ডা. ..এম. সাহেদ পারভেজ খাঁন।বক্তব্য রাখেন সৈয়দ মেরাজুল হক মিসকাত, মো. ইয়াকুব, মো. ইয়াছিন চৌধুরী, . মাশফিক আহমেদ চৌধুরী, মো. সাইদুল আজম খাঁন। ইসি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান মোর্শেদ। শেষে সভাপতি ডা. ..এম. সাহেদ পারভেজ খাঁন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা