ওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের ইজিএম

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

ওল্ড প্ল্যাসিডিয়ানস্‌ এসোসিয়েশনের ইজিএম চট্টগ্রাম ক্লাবের লেভেল জিরো হলে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের ১৮১ জন লাইফ মেম্বারের উপস্থিতিতে সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের বর্তমান জেনারেল সেক্রেটারি মো. তানভীর তাওসিব তাসকিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান প্রেসিডেন্ট ডা. এ এ এম শাহেদ পারভেজ খান। বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মিরাজুল হক মিশকাত, ট্রেজারার মো. আসিফ ইকবাল জনি। মূল পর্ব পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য মো. ইয়াকুব। সভায় সাবেক প্রেসিডেন্ট বৃন্দের মধ্যে ডক্টর মাশফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, ডা. ওয়াজির, শওকত দোভাষ, মো. মইনুদ্দীন মইন, অলিভার গোমেজ, আশিক হুসাইন, নঈম, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, ডা. এ কে এম আরিফ উদ্দিন, আলী বশির নূর, রায়হান মুর্শেদ, নুরুন্নবী দিপু, সাইদুল আজম খান, আশিক ইবনুল, লরেন্স ডি রোজারিও, গিয়াস উদ্দিন জেবিন, আসিফুল ইসলাম, ইশতিয়াক ভিকি, ওমর হাসান, মহিউদ্দৌলা প্রমুখ। উল্লেখ্য, ওপিএ কনস্টিটিউশন এমেন্ডমেন্ট কমিটির কনভেনার হিসেবে ছিলেন ড. মাশফিক আহমেদ চৌধুরী, কোকনভেনার হিসেবে ছিলেন নওশাদ কাদরী, ইমতিয়াজ হাবিব রনি, মো.ইয়াকুব, মো. ইয়াসিন চৌধুরী, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ জয়নুল আবেদীন, এ এন এম শফিউল আজিম, রাশেদউদ্দৌলা খান, আবু সাঈদ চৌধুরী, এ এস এম মামুনুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে চুলার আগুনে পুড়লো ১১ জনের বসতঘর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতাদের মতবিনিময়