চট্টগ্রাম সেন্ট প্লাসিড্স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্ এসোসিয়েশনের (ওপিএ) ৩২তম বার্ষিক সাধারণ সভা সেন্ট প্লাসিড্স স্কুল প্রাঙ্গণে গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভাপতি ওপিএন ওয়াসিম শরীফের সভাপতিত্বে শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও প্রয়াত সকল ওপিএনদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গত বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থিত সকলের সম্মতিতে অনুমোদন দেওয়া হয়। এরপর এই বছরের বার্ষিক কার্যবিবরণী সাধারণ সম্পাদক ওপিএন আবু সাজেদ চৌধুরী এবং বার্ষিক আর্থিক বিবরণী ট্রেজারার ওপিএন সজল কান্তি চৌধুরী উপস্থিত সকলকে পড়ে শোনান এবং সবার সম্মতিতে তার অনুমোদন দেওয়া হয়। এরপর প্রধান নির্বাচন আহবায়ক স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার সুব্রত লিও রোজারিও, সিএসসির পরিচালনায় ২০২২ সালের এক্সিকিউটিভ কমিটির ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী (এসপিএস ১৯৮২ ব্যাচ), আইপিপি ওপিএন ওয়াসিম শরীফ, সহ-সভাপতি ওপিএন এন্সলেম এল মার্টিন, সাধারণ সম্পাদক ওপিএন আবু মো. সাজেদ চৌধুরী, ট্রেজারার ওপিএন কলিন ডায়েস, যুগ্ম সম্পাদক ওপিএন ইরফান কাদরী, সদস্য- রোনাল্ড গোমেজ, এরল গোমেজ, মোসাদ্দেক আহমেদ শরীফ, মহিদ্দৌলা, জাহিদ সাইদ, আবু সাইদ চৌধুরী, আসিফ ইকবাল, রাহাত রহমান দোভাষ, সাফাত বিন আমিন এবং ইসতিয়াক আলম ভিকিকে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।