ওল্ড এস এস ক্রিকেট কার্নিভাল সমাপ্ত

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমির সাবেক খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ওল্ড এস এস ক্রিকেট কার্নিভাল সমাপ্ত হয়েছে। গতকাল চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে একাডেমির সাবেক খেলোয়াড়দের ৩টি দলে বিভক্ত করে উক্ত টূর্নামেন্ট আয়োজন করা হয়। এতে একাডেমির সাবেক খেলোয়াড় প্রয়াত সোহেল,বেলাল ও নিরব এর স্মরণে ৩টি দলের নামকরণ করা হয়। ফাইনালে নিরব স্মৃতি একাদশকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সোহেল স্মৃতি একাদশ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খেলোয়াড় ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন ধর। বিশেষ অতিথি ছিলেন অহিদুর রহমান বাবুল, বায়জিদ ঢালি মিন্টু, শাহাদাত হোসেন, ত্রিদীপ তালুকদার ছোটন, ডা. আপন নাথ, শিমুল ধর ও প্রধান প্রশিক্ষক আর ডি নাথ কাজল। অভিজিৎ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সোহেল, নিজাম উদ্দিন, সাব্বির হোসেন ও সদস্য সচিব মো. তানভীর।

পূর্ববর্তী নিবন্ধকাতারে ফিনালিসিমায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন
পরবর্তী নিবন্ধপটিয়ায় নুরুদ্দীন ফকির অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন