চট্টগ্রামের বোয়ালখালীস্থ পশ্চিম সারোয়াতলী আল হক দরবারে গত বুধবার আল্লামা শাহ সূফি ছৈয়দ আবদুল হালিম শাহ (রহ.) প্রকাশ ছৈয়দ শাহ হুজুরের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে সভাপতিত্ব করেন পীরজাদা মাওলানা ছৈয়দ জুনাইদ মোহাম্মদ জামি। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জাফরুল্লাহ, প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতী ফরিদুল আলম রেজভী। বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন মাদানী, মাওলানা সেলিম জেহাদী, মাওলানা শেখ আহমদ মজিদী, মাওলানা আবুল কাসেম নুরী ও মাওলানা আবু মুছা কাদেরী।
পীরজাদা মাওলানা ছৈয়দ জুনাইদ মোহাম্মদ জামি সভাপতির বক্তব্যে বলেন, আউলিয়া কেরাম মোমিনদের এক বিশেষ শ্রেণি। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মোস্তফার (দ.) পর ক্বিয়ামত পর্যন্ত আর কোনো নবী (দ.) পৃথিবীতে আসবেন না। এইজন্য আল্লাহ পাক তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফার (দ.) প্রতিনিধি হিসেবে অসংখ্য ওলী আল্লাহ সৃষ্টি করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।