ওরে নদী রাক্ষুসীনি সর্বনাশা নদী

শিমলী দাশ | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

ওগো নদী আর খেলোনা এমন খেলা, একদিকে ভেঙে করেছো মানুষ হীন শুন্য, আর অন্য দিকে না খেতে পেরে পশুরা সব চিৎকার করছে, আর সইতে পারছি না, তোমার এমন উন্মাদনা। কী অন্যায় করেছে এই অবলা প্রাণী আর ছোটো শিশুরা যাদের কে এক লহমায় ভাসিয়ে নিয়ে ফেলেছো অজানা ঠিকানায়। তুমি কি শুনতে পাও মানুষের আর্তনাদ, তুমি কি বোঝো না মানুষের কষ্ট। না না তুমি শুধু তোমার উর্বরা নদীর জল কেলী আর শব্দ শুনে আনন্দ পাও। আজ যে সবাই বলছে তুমি নির্বোধ, ওই যে শিশুটি কেঁদে কেঁদে সবাইকে বলছে, আমি অনেক অসহায় ক্ষিদের জ্বালা আমি সইতে পারছি না। ওই যে নদী নিয়ে কইছো কথা সে তো র্স্বনাশী, র্স্বগ্রাসী।

আমার আমেনা কাঁদছে শোনো, সকলে কি শুনতে পাচ্ছো সেই নবগত শিশুর কান্না, আমেনা না খেয়ে পানি বন্দী হয়ে গেছে আজ। জোটেনি খাবার তাই বুকের শিশুটি অবিরাম চিৎকার করে যাচ্ছে, আবার ক্লান্ত হয়ে নুয়ে পড়েছে, এতটাই ক্ষুধার্ত আর আওয়াজের শব্দ শোনা যাচ্ছে না। কেউ কি আছো? আমেনা কে খেতে দাও। ওরে নদী রাক্ষুসীনি সর্বনাশা নদী।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যেকের মনুষ্যত্বসুলভ গুণাবলী অর্জন করা উচিত
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষার শিখন ঘাটতির প্রধান অন্তরায় ও প্রতিকার