ওরিয়েন্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর হিলভিউস্থ ওরিয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ কে. এম. মোস্তফা রেজাউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ এডভাইসর প্রফেসর ডঃ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ু চবি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, চবি সহযোগী অধ্যাপক ডঃ মোঃ কামরুল হোসেন, কাজী জসিম উদ্দীন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৈয়ব হোসেন, কাজী আশরাফ উদ্দীন আহমদ, অধ্যক্ষ সুরাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাচ্চাদের ইতিবাচক আগ্রহে বাধা দেওয়া যাবে না। নতুন কিছু করতে চাইলে তাদের সুযোগ দেওয়া উচিত। তাদের কড়া শাসন না করে বোঝানোর চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে গান, নৃত্য, ইসলামি সংগীত, ফ্যাশান শো সহ নানা সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লদিয়া স্মরণে এলিজি
পরবর্তী নিবন্ধচবি রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মনোয়ারকে বিদায় সংবর্ধনা