নগরীর হিলভিউস্থ ওরিয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ কে. এম. মোস্তফা রেজাউল মনিরের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ডঃ মোঃ মোশাররফ হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৈয়ব হোসাইন, পরিচালক (অর্থ ও প্রশাসন) কাজী আশরাফ উদ্দীন আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক গুণাবলি বাড়ানো ও শিখন–শেখানো কার্যক্রমের মাধ্যমে শিখন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আরও কয়েকটি ভাষা জ্ঞান থাকা আবশ্যক যা ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়।
সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা খুশনুদ বিনতে হাসান তূর্ণা ও সুমাইয়া সিদ্দিকা। সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা এবং সর্বশেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।