ওরা যাত্রীবেশে ছিনতাই করে চলন্ত বাসে

চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৪৬ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন স্থানে যাত্রী বেশে চলন্ত বাস থেকে ছিনতাই করে, এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২ জুন) দিনভর অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. গিয়াস উদ্দিন নয়ন (২১) ও সীমান্ত দত্ত (২১)

পুলিশ জানায়, গত ২২ মে রাতে পলাশ কান্তি দে নামে এক ব্যক্তি ইপিজেড মোড়ের বেশপিং সেন্টারের সামনে থেকে একটি সিটি সার্ভিস বাসে ওঠেন। তিনি ওই বাসে নিমতলা বিশ্বরোড মোড়ে আসার পর গাড়ি থেকে নামতে চান। কিন্তু বাসের চালক বড়পোল মোড়ে নামিয়ে দেওয়ার কথা বলে তাকে নামতে দেননি। এরপর সিটি বাসটিতে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি ভুক্তভোগী পলাশকে ছুরিকাঘাত করে তার পকেট থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাত সাড়ে তিনটার দিকে লালখান বাজার ফ্লাইওভারের উপর তাকে ফেলে যায়। তার বাম উরু ও হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আহত পলাশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তিনি ন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ঘটনা জানান।

ওসি জানান, কিছুদিন আগে বাকলিয়া এলাকায় এক পোশাককর্মীকে বাসে ধর্ষণের চেষ্টার ঘটনায় জব্দ করা গাড়িটি নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই কাজে ব্যবহার হয়ে আসছিল। গাড়িটির চালক গিয়াস উদ্দিন নয়ন (২১) রাতে সহযোগীদের ভাড়া দিয়ে ছিনতাই করাতো। গত ২২ মে পলাশ কান্তি দে ওই গাড়িতে ওঠার পর তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিশ্বে এপ্রিলের পর মে মাসেও কমেছে খাদ্যের দাম : এফএও