ওরা মূর্খ ও গোঁয়ার শাসকগোষ্ঠী

ফ্রান্স প্রসঙ্গে ইরান

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:১২ পূর্বাহ্ণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামের নবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, শুধু মুসলমানরা নন, বিশ্বের সব একেশ্বরবাদী মানুষ সমস্বরে ফ্রান্সের মূর্খ ও গোঁয়ার শাসকগোষ্ঠীর বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, নীচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু। খবর বাংলানিউজের।
ফরাসি পত্রিকা শারলি হেবদো সমপ্রতি মুহাম্মদ (সা.) কে নিয়ে আঁকা অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। তার এ ধরনের বক্তব্যের কারণে এরইমধ্যে সারাবিশ্বে সমালোচনার ঝড় বইছে। মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশ ফরাসী পণ্য বর্জনের ডাক দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিন জাতীয়করণের বিরুদ্ধে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা
পরবর্তী নিবন্ধচিলিতে নতুন সংবিধান তৈরির পক্ষে গণরায়