ওরা কাজের খোঁজে ঘোরে, ফাঁকা বাসা পেলেই করে চুরি

সাথে থাকা ব্যাগে থাকে তালা ভাঙার যন্ত্রপাতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাসা থেকে চুরি করা স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধারসহ রোজিনা বেগম (৪০) ও তাসনুভা বেগম (২২) নামে ২ নারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, রোজিনা বেগম এবং তাসনুভা বেগম কাজের খোঁজে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরেন। সাথে থাকে একটি ব্যাগ। তারা গৃহকর্মীর কাজ পেলে নিয়ে নেন। এরা মূলত চোর চক্রের সদস্য। আর কাজ না পেলে তালাবদ্ধ বাসা হয় তাদের ‘টার্গেট’। সাথে থাকা ব্যাগে থাকে তালা ভাঙার যন্ত্রপাতি।

গত রবিবার দুপুরে নগরের বাকলিয়া থানার দেওয়ান বাজার এক নম্বর গলির নিরাপদ হাউজিং২ এর আলমদিনা ভবনে এক ফাঁকা বাসাকে টার্গেট করে স্বর্ণালংকার মোবাইল লুট করে পুলিশের হাতে ধরা পড়েছেন এই দুজন। এ ঘটনায় ওই বাসার কর্তা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর সোয়া একটার দিকে বাদীর স্ত্রী সুমাইয়া আক্তার নুপুর এবং খালা বুলু বেগম বাসা তালাবদ্ধ করে টেরিবাজারে কেনাকাটা করতে যান। বাসায় ফিরে তারা দেখতে পান, বেডরুমের স্টিলের আলমারীর তালা ভাঙা ও রুমের ভিতরে কাপড়চোপড় ছড়ানোছিটানো রয়েছে। এরপর জরুরি সেবা ৯৯৯এ ফোন করে পুলিশকে খবর দেন তারা।

বাকলিয়া থানা পুুলিশ জানায়, মামলা হওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং জিজ্ঞাসাবাদ শেষে রোজিনা এবং তাসনুভাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রোজিনা বেগমের হেফাজত হতে চুরি করা ৫ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ৪ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি এবং তাসনুভা বেগমের হেফাজত থেকে চুরিকৃত ১টি রেডমি নোট৯ মোবাইল এবং ঘটনায় ব্যবহৃত ১টি কাপড়ের ব্যাগের ভিতর তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারা তালা ভাঙার সরঞ্জাম ব্যবহার করে ফাঁকা বাসাটিতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি করে। গৃহকর্তার দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফকির কবিরের চাক সেমাই, ৮৯ বছরেও কমেনি কদর
পরবর্তী নিবন্ধচেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ