নভেম্বর মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর আগে আঙুলের ইনজুরিতে ক্যারিবীয়ান সফর থেকে ছিটকে যান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়কোচিত ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। তার ম্যাচ জয়ী ইনিংসেই সিরিজে সমতা আনে টাইগাররা। ঐ ম্যাচে ইনজুরিতে পড়ায় তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না শান্ত। শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহ–অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডের পর এমআরআই করা হয় শান্তর। সেই রিপোর্টে শান্তর ইনজুরির মাত্রা নির্ণয় করা হয়েছে। বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘দ্বিতীয় ওয়ানডের পর শারজাহতে এমআরআই করানো হয় শান্তর। আমরা দলের ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। সেখানে তার বাঁ–কুঁচকিতে গ্রেড–২ স্ট্রেইন নিশ্চিত করা হয়েছে।’ দুই সপ্তাহ পর শান্তর অবস্থা মূল্যায়ন করা হবে বলে জানিয়ে দেবাশীষ বলেন, ‘এজন্য বিশ্রাম এবং পুনর্বাসনের সময় প্রয়োজন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাকে। পুনর্বাসন চালিয়ে যাবার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরবেন শান্ত।’ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। পরের টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর। ফিট হয়ে উঠতে তাই চার সপ্তাহ সময় পাচ্ছেন শান্ত, এই ধরনের চোটের ক্ষেত্রে যা যথেষ্ট হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের জন্য শান্তর পরিবর্তে এখনো কারো নাম ঘোষণা করেনি বিসিবি। টেস্ট সিরিজে মিরাজের নেতৃত্ব দেয়ার সম্ভাবনা বেশি। শান্তর অনুপস্থিতিই বড় সুযোগ ও রোমাঞ্চকর সময় বয়ে আনছে মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দেশের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে তাকে, দুটি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ভারপ্রাপ্ত হিসেবে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।