ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলবেন না। সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ডিসেম্বরে ছুটি চেয়েছেন এই পেস বোলার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এক বোর্ড অফিসিয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পর তার সঙ্গে কথা বলে বোর্ড সিদ্ধান্ত জানাবে। ওয়ানডে ও টিটোয়েন্টি খেলতে আপাতত টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন মোস্তাফিজ। তার ছুটির ব্যাপারে বোর্ড অফিসিয়াল জানান, ‘সে (মোস্তাফিজুর) ছুটি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ চলাকালে) চেয়েছে, এটা সত্যি। কিন্তু আমরা এখনও সিদ্ধান্ত নেইনি, কারণ আমাদের হাতে আরও সময় আছে। সে আসুক, আমরা তার সঙ্গে এই ব্যাপারে কথা বলি। তারপর দেখি সে কোনও একটি ফরম্যাটে (ওয়ানডে, টিটোয়েন্টি) খেলতে পারে নাকি পারে না। অবশ্য আমাদেরকে বুঝতে হবে যে এটা পারিবারিক ইস্যু এবং প্রত্যেকের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।’ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ১৩ নভেম্বর মোস্তাফিজ ঢাকায় ফিরতে পারেন। আজ ১১ নভেম্বর শেষ হবে তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার দুবাই থেকে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবেন। শিগগিরই তাদের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন মোমিনুল হক ও তাইজুল ইসলাম। সফরের প্রথম টেস্ট ২২ নভেম্বর। ৩০ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। টিটোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান কোচ সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধম্যাচ-সেরা হয়েও খুশি নন শান্ত