ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন কিং। ঘরের মাঠের এই মেগা আসরে আর খেলা হচ্ছে না তার। এই টপ অর্ডার ব্যাটারের পরিবর্তে কাইল মেয়ার্সকে দলে নিয়েছে তারা। গতকাল শনিবার এক বিবৃতিতে মায়ার্সের অন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোট পান কিং। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। পরে স্ক্যান রিপোর্টে জানা যায়, সহসাই মাঠে ফেরা হচ্ছে না তার। বদলি হিসেবে কায়ার্ল মায়ার্সকে দলে ভিড়িয়েছে উইন্ডিজ বোর্ড। আইসিসির টেকনিক্যাল কমিটি এই বদলি অনুমোদন দিয়েছে। বিশ্বকাপের মূল ১৫ জনের বাইরে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন মায়ার্স। এবার কিংয়ের চোটে কপাল খুলে গেলো তার। উইন্ডিজের হয়ে ৩৭টি টিটোয়েন্টি ৩৬ ইনিংসে ২১.৩৮ গড়ে মায়ার্সের সংগ্রহ ৭২৭। যেখানে তার ফিফটি রয়েছে ৩টি। স্ট্রাইক রেট ১৪০.৬১। সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেমির দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গতকাল ৯ উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রভম্যান পাওয়েলের দল। এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ক্যারিবিয়ানদের সামনে।

পূর্ববর্তী নিবন্ধসেমির লক্ষ্যে কাল মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধকোপা আমেরিকা কাপে চিলি-পেরু ড্র