ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক এক জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়া বাংলা দ্বিতীয় টেস্টে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা।

মঙ্গলবার রাতে কিংস্টনে তাজুলের ঘাুর্নিতে পড়ে কুপেকাত হয়েছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন পেসার নাহিদ রানা। আর দ্বিতীয় ইনিংসে তাইজুল। দুজনেই নিয়েছেন ৫ উইকেট করে। নাহিদ রানার পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে থাকে ১৮ রানে।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকের আলির ৯১ রানের উপর ভর করে ২৬৮ রান করে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাড়ায় ২৮৭ রানের। জবাব দিতে নেমে স্বাগতিকদের পড়তে হয় তাইজুলের ঘুর্নির মুখে।

তিনিই মূলত ক্যারিবীয়দের হারাতে সবচাইতে বড় ভূমিকা রাখেন। এই স্পিনার একে একে ফিরিয়েছেন ব্রেথওয়েট, লুইজ, হজসহ পাঁচজনকে। তাইজুলের পাশাপাশি তাকে দারুন সহযোগিতা করেছেন দুই পেসার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

এই তিনজনের সম্মিলিত আক্রমণে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৮৫ রানে। স্বাগতিকদের পক্ষে ৫৫ রান করেছেন কাভেম হজ। বাংলাদেশের পক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধযৌথ বাহিনীর হাতে আটকের পর কারাগারে জানে আলম
পরবর্তী নিবন্ধ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২২ ডিসেম্বর