পুর্ব সাতবাড়িয়ায় দরিদ্রপীড়িত পরিবারের স্কুল কলেজ পড়ুয়াদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ দিলেন ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। গতকাল শনিবার শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী।
তিনি বলেন, এলাকার অনগ্রসর, হতদরিদ্র জনগোষ্ঠির কল্যাণে ও শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন খানদীঘি হাই স্কুলের প্রধান শিক্ষক মো আবুল বশর, মো নাজিম উদ্দিন, কামাল উদ্দিন, মো জয়নাল আবেদীন, মাইনুল ইসলাম পুতুল, আবুল কালাম। সভাপতিত্ব করেন মাস্টার বিকাশ চন্দ্র দে। প্রেস বিজ্ঞপ্তি।