ওয়াহিদ মালেক সভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন সাধারণ সম্পাদক

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

উৎসাহউদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। গতকাল শনিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ অংকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন হয়। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দা দিলরুবা আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাইফুদ্দিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। উৎসবের আমেজে সোসাইটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে উল্লেখিত চারজন ছাড়াও ৮টি সদস্য পদে প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন, তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী, এসএম জমির উদ্দিন এবং মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজন করায় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) কানিজ ফাতেমার প্রতি ধন্যবাদ জানান নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক।

জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডবলমুরিং থানা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এবং পাঁচলাইশ থানা সমবায় অফিসার মমতাজ বেগম।

শান্তিপূর্ণভাবে ভোটের জন্য ভোটারদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়। সোসাইটির নির্বাচনকে উৎসবমুখর আমেজ দেওয়ার জন্য সকল সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক। তিনি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে দুজনের এক প্রতিষ্ঠানকে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান : ট্রাম্প
পরবর্তী নিবন্ধচবির ৬ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত