দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও প্রকাশক ওয়াহিদ মালেক, বাংলাদেশের প্রথম ইংলিশ–মিডিয়াম স্কুল প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ দিলরুবা আহমেদ এবং লায়ন নেতা প্রকৌশলী ফজলে রাব্বী খানের নেতৃত্বে ওয়াহিদ–দিলরুবা–রাব্বী পরিষদের অস্থায়ী নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। গত শনিবার এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় ওয়াহিদ–দিলরুবা–রাব্বী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডাঃ মোহাং তৈয়ব সিকদার, সদস্য পদপ্রার্থী সমাজসেবক ও সাবেক ফুটবলার মো: নজরুল ইসলাম (রুপক), সমাজসেবক তাজুল ইসলাম কামাল, সমাজসেবক মহিউল ইসলাম (বুড্ডু), তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক চৌধুরী মোহম্মদ মাহতাব উদ্দিন (হুমায়ুন), সমাজসেবক মোঃ ইফতেখারুল হক চৌধুরী (রানা), তরুণ আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার আ ল ম মিসবাহুল মুনির (লুবাব), চট্টগ্রাম বারের আইনজীবী নেতা অ্যাডভোকেট কাজী মোঃ আশরাফুল হক আনসারী এবং সমাজসেবক ইয়াজ্জেম হোসেন রোমান। প্রেস বিজ্ঞপ্তি।