ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের সাথে খুলশী ক্লাব লিমিটেডের মতবিনিময়

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৪ অপরাহ্ণ

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ উপলক্ষে ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের সাথে খুলশী ক্লাব লিমিটেডের মতবিনিময় সভা গতকাল শনিবার রাত ৯টায় খুলশী ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এতে ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদ আসন্ন নির্বাচনে ক্লাবের ভোটার সদস্যদের সহযোগিতা কামনার পাশাপাশি সোসাইটি নিয়ে প্যানেলের পরিকল্পনা তুলে ধরেন। ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ পরিষদকে সার্বিক সহযোগিতার বিষয়ে আস্বস্ত করে বক্তব্য রাখেন।

খুলশী ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজালালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, উপদেষ্টা পরিষদ সদস্য ডা. এম এ করিম, মোহাম্মদ আমির হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, মোহাম্মদ মানির উদ্দিন, শারাফত আলী রিচার্ড প্রমুখ।

উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য বাবু অমল চন্দ্র দাস, ডা. শংকর কুমার ঘোষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, ফিন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন, প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি হাসান আকবর, অডিট এন্ড এডুকেশন সেক্রেটারি প্রফেসর ড. মো. সালেহ জহুর, স্পোর্টস সেক্রেটারি মো. নুরুল আবছার, ইসি সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী চৌধুরী, মো. ফখরুল আলম, সদস্য ডা. মো. জসীম উদ্দিন, ডা. এস এন কিবরিয়া, খুলশী হিলস মসজিদের মুসল্লি খেদমত পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল বাকী প্রমুখ।

ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী ওয়াহিদ মালেক, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মোহাং তৈয়ব শিকদার, সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আ ল ম মিসবাহুল মুনির লুবাব।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান, সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলাম রুপক, তাজুল ইসলাম কামাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাড়ে জুতা, পুকুরে জান্নাতুল মাওয়ার নিথর মরদেহ