ওয়াসিম হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

ফজলে করিমকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শহিদ ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সোমবার সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে।

গত ১৬ ফেব্রুয়ারি জুলাইআগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পূর্ববর্তী নিবন্ধড্রাইডকের অধীনে এনসিটির যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধতিন মাস পর বাস চালক গ্রেপ্তার