চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে সিডিএ কর্ণফুলী বামতীর সুপেয় পানি সরবরাহের দাবিতে গতকাল বুধবার সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের কাছে স্মারকলিপি পেশ করেছে সিডিএ কর্ণফুলী প্লট মালিক সমিতি। দীর্ঘ ৩৩ বছরেও পানি না পাওয়ায় ৫১৯ টি প্লট সম্বলিত মেগা হাউজিং প্রকল্পটি বিরাণ ভূমিতে পরিণত হয়েছে। চেয়ারম্যানের খাস কামরায় মতবিনিময় সভায় প্লট মালিক সমিতি নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনে প্রকল্পটি বিরাট ভূমিকা রাখতে পারে। সিডিএ কর্ণফুলী বামতীর হাউজিং সোসাইটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান স্মারকলিপি পাঠ করেন। এসময় সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, ইয়াসিন (প্রাক্তন চেয়ারম্যান), সাইফুল হুদা, অ্যাড. মো. সেলিম উদ্দীন, অ্যাড. মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. ফয়সাল আলম, মোবিনুল হক চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. ইকবাল, সাইফুজ্জামান চৌধুরী, নজরুল হোসেন, অ্যাড. কে এম শান্তনু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সিডিএ চেয়ারম্যান নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং এ ব্যাপারে সিডিএর যে কোনো উদ্যোগের প্রতি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহকে ফোন করে বলেন, অতিসত্বর কর্ণফুলী ভান্ডালজুড়ির পানি সরবরাহ ব্যবস্থা করতে উদ্যোগ নিতে। ওয়াসার এমডিও তিনি তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রকল্প এলাকার অভ্যন্তরে কর্ণফুলী উপজেলার নামে কর্তৃত্ব বহির্ভূত অবৈধভাবে কুরবানির গরুর হাট ইজারা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এবং ইজারায় সিডিএর তত্ত্বাবধানে পরিচালনাপূর্বক তা প্রকল্প এলাকায় মসজিদ ও উন্নয়ন কাজে ব্যবহারের জন্য সমিতি তাঁকে অনুরোধ জানান। তিনি অবিলম্বে এই ব্যপারে ব্যবস্থা নিবেন বলে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রেস বিজ্ঞপ্তি।












