ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরো দুই-তিনদিন

ক্ষতিগ্রস্ত প্রধান সঞ্চালন মেরামতে কাজ চলছে

আজাদী প্রতিবেদন ম | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল খননের পাইলিং কাজে ওয়াসার পাইপ কেটে যাওয়ায় নগরীর বিশাল এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে গত দুইদিন ধরে নগরজুড়ে পানির হাহাকার চলছে। চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর ১৪ কোটি লিটার পানি উৎপাদন বন্ধ রয়েছে গত দুইদিন ধরে।

চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর উৎপাদিত পানি অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে। নাসিরাবাদ রিজার্ভার থেকে এই প্রকল্পের পানি নগরীর বিশাল এলাকায় সরবরাহ করা হয়। নগরীর হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালা পাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, সিইসি, ২নং গেট, বায়েজিদ, নাসিরাবাদ, অক্সিজেন, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, দেওয়ান বাজার, চকবাজার, আন্দরকিল্লাসহ বিশাল এলাকাজুড়ে পানির হাহাকার চলছে।

গতকাল বুধবার নগরীর এসব এলাকা থেকে বিভিন্ন লোকজন ফোন করে তাদের এলাকায় পানির হাহাকারের কথা আজাদীকে জানান। তবে ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামতে ওয়াসার প্রকৌশল বিভাগের টিম গত তিনদিন ধরে ওই এলাকায় কাজ করছেন বলে জানান চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন। গতকাল বুধবার অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামতের স্থান থেকে তিনি আজাদীকে বলেন, আমরা রাতদিন কাজ করছি। ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত পাইপ লাইন পুনরায় সংস্কার করা অনেক জটিল কাজ। আমরা চেষ্টা করছি একদুইদিনের মধ্যে সংস্কার কাজ শেষ করতে। তবে নগরীতে পানি সরবরাহ আগের মতোই স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এটা চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পান সরবরাহ প্রকল্প২ এর মূল পাইপ লাইন। এই পাইপ লাইন কেটে যাওয়ায় এখন নগরীর বড় অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই। গত সোমবার অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেনকুয়াইশ সড়কে ওয়াসার মূল সঞ্চালন লাইনের পাইপ কেটে যাওয়ায় নগরীর বিশাল এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্দেশনা না মানায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে আদালতের শোকজ
পরবর্তী নিবন্ধ৭৮ লাইটারেজ জাহাজকে সতর্ক, ১৬ টির বিরুদ্ধে মামলা