ওয়াসার পানির লবণাক্ততা কমানোর অনুরোধ সুজনের

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

ওয়াসার পানিতে লবণাক্ততা ও আসন্ন রমজানের প্রস্তুতি জানতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহর দপ্তরে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রোববার সকালে ওয়াসা এমডির সাথে তার দপ্তরে মতবিনিময় করেন সুজন। এ সময় সুজন তার ফেসবুকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ওয়াসার এমডির নিকট হস্তান্তর করেন। এ সময় সুজন বলেন, বেশ কিছুদিন ধরে ওয়াসা নগরবাসীর কাছে লবণাক্ত পানি সরবরাহ করছে, যেটা অত্যন্ত দুঃখজনক। খাবার পানিতে লবণাক্ততার কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই শুধুমাত্র বৃষ্টির উপর ভরসা না করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওয়াসার পানির লবণাক্ততা কমানোর উপায় খুঁজে বের করার অনুরোধ জানান তিনি। এছাড়া নগরীর সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা, দক্ষিণ মধ্যম হালিশহর, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, উত্তর আগ্রাবাদ, সরাইপাড়া, বাকলিয়া, শেরশাহ, বায়েজিদ, মাদারবাড়ি এলাকার পানি সরবরাহ স্বাভাবিক করার জন্য এমডির হস্তক্ষেপ কামনা করেন সুজন। ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ নগরবাসীর বিভিন্ন অভিযোগ নিয়ে সুজনকে মতবিনিময় করতে আসায় ধন্যবাদ জানান। তিনি নগরবাসীর কাছে লবণাক্ত পানি সরবরাহ করায় দুঃখ প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. লাল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির উপ-পুলিশ কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলামের সৌজন্য সাক্ষাত
পরবর্তী নিবন্ধবাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো মেশিন দিলেন এমপি মুজিবুর রহমান