ওয়াসার দুই কর্মচারী জেলে, অভিযোগ গেল দুদকে

গ্রাহকের বিলের টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

গ্রাহকদের বিলের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করে চট্টগ্রাম ওয়াসা থানায় অভিযোগ দায়ের করে। তবে অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের তফশিলভুক্ত হওয়ায় পুলিশ তা দুদকে প্রেরণ করেছে। তবে ওয়াসার দুই কর্মচারীকে পুলিশ আদালতে পাঠিয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ওয়াসার দুই স্থায়ী কর্মচারী ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ আজমির হোসেন ও মিঠুন ঘোষ। গত সোমবার বিকালে গ্রাহকদের প্রায় ২৫ লাখ টাকা ওয়াসার অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করার ঘটনা ধরা পড়ার পর তাদেরকে আটক করে চকবাজার থানায় সোপর্দ করা হয়েছিল। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে থানায় সোপর্দ করেছে ওয়াসা কর্তৃপক্ষ। ওই দুই কর্মচারীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি আমরা খতিয়ে দেখেছি। এটি দুর্নীতি দমন কমিশনের তফশিলভুক্ত। তাই আমরা অভিযোগটি দুদকে প্রেরণ করেছি। দুই কর্মচারীকে পুলিশ আদালতে চালান দিয়েছে বলেও জানান তিনি।

ওয়াসা সূত্র জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মচারী আইসিটি দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর। তারা ওয়াসার স্থায়ী কর্মচারী। গ্রাহকের বকেয়া বিলের টাকা তারা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। অথচ ব্যাংকে টাকা জমা হওয়ার তথ্য কম্পিউটারের সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২৪ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের তথ্য উদঘাটিত হয়েছে। এর পরিমাণ আরো বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্তকরণের কাজ শুরু
পরবর্তী নিবন্ধঐক্য, সমন্বয়ের প্রার্থী চূড়ান্ত, সমমনা প্রার্থী দেবে কী না জানা যাবে আজ