ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে আগুনে আত্মাহুতি মার্কিন সেনার

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেন এক মার্কিন বিমান সেনা। মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলার পর ওই ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়। গত রোববার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকালে ঘটনাটি ঘটেছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে তিনি এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি যিনি ঘটিয়েছেন তিনি বিমান বাহিনীর একজন সদস্য।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, আত্মাহুতি দেয়া সামরিক বাহিনীর পোশাক পরা এই সেনা ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা একটি ভিডিওতে বলেছেন, আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না। এরপর তিনি নিজ শরীরে স্বচ্ছ একটি তরল পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন, তারপর চিৎকার করে বলতে থাকেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক’। স্থানীয় পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করে দেখছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাসের সামনে নিয়মিতই গাজা যুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। গাজায় চলা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিভিন্ন প্রতিবাদ হচ্ছে। এর আগে ডিসেম্বরে দেশটির আটলান্টা শহরে ইসরায়েলি কন্স্যুলেটের সামনে আরেক ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারী নিজ শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরুশ অভিযানে এ পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত : জেলেনস্কি
পরবর্তী নিবন্ধভারতে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ২ রাজনীতিক নিহত