ঐতিহ্যবাহী নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদে প্রতিবছরের ন্যায় এবার ইফতার আয়োজন চলছে। এক পাতে ইফতার সারছেন ধনী–গরিব সবাই। নেই কোন বৈষম্য। যা শুধু রোজাদারদের ক্ষুধা নিবারণ নয়, বরং মানবতা, সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। এখানে ইফতার আয়োজন শুধুমাত্র ধর্মীয় রীতিনীতি পালন করার মাধ্যম নয়, এটি এক ধরনের সামাজিক মিলনমেলা যেখানে রোজাদাররা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সাথে মেলামেশা করেন।
গতকাল চকবাজারস্থ ঐতিহ্যবাহী নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদে দেখা যায়, আসরের পর থেকে মসজিদের প্রাঙ্গণ ভরে ওঠে হাজার হাজার রোজাদারের উপস্থিতিতে। সারি সারি পাটি বিছানো হয়, সামনে সাজানো থাকে নানা রকম ইফতারি। এক পাতে ছোলা, জিলাপি, বেগুনি, পেয়াজু, চিড়া ও শরবত। সবাই একসঙ্গে বসে উপভোগ করেন মধুর এ পরম আনন্দ। এখানকার পরিবেশ যেন এক অপার্থিব শান্তির স্পর্শ পায়। যেখানে সহানুভূতি ও বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হয়ে ওঠে। রোজাদাররা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে, হাসিমুখে দোয়া করেন, আর মসজিদ প্রাঙ্গণে শোনা যায় এক শান্তিপূর্ণ দোয়া পাঠের সুর।
চারপাশে আযানের ধ্বনি ভেসে আসতেই চারপাশে এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয়। হাজারো রোজাদার একসঙ্গে খেজুর মুখে তুলে নেন। কেউ শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক পান করেন। দীর্ঘ সময়ের ক্ষুধা–তৃষ্ণার অবসান ঘটিয়ে এ যেন এক অনন্য তৃপ্তি। মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি সাইয়েদ ফুয়াদুল খলিল আল ফাহমী বলেন, রমজানের প্রথম দিন থেকেই আমরা এই আয়োজন চালিয়ে যাচ্ছি। প্রতিদিন হাজারো মানুষ একত্রে বসে ইফতার করেন, যা সত্যিই অনন্য।