ওয়ার্নারের আবেগময় বিদায়

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

দ্বিতীয় ইনিংসে আউট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময়ই আবেগাপ্লুত মনে হচ্ছিল ডেভিড ওয়ার্নারকে। ম্যাচ শেষে যখন দাঁড়ালেন মাইক্রোফোনের সামনে, বারবার ধরে এলো তার কণ্ঠ, ছলছল করে উঠল চোখ। আবেগের প্রবল জোয়ার সামাল দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনার জানান তার বিদায়ী প্রতিক্রিয়া। ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার এটি। ৩০ ব্যবধানের জয় এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের দুর্দান্ত ১৮ মাস বা ২ বছর পথ ধরে এভাবে শেষ করতে পারা দারুণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়, সিরিজ ড্র করে অ্যাশেজ ধরে রাখা, (ওয়ানডে) বিশ্বকাপ জয় এবং এরপর এখানে ফিরে ৩০ ব্যবধানে জয় অসাধারণ সব অর্জন এবং গ্রেট এক দল ক্রিকেটারের সঙ্গে এখানে থাকতে পেরে আমি গর্বিত।’ গ্যালারিতে ছিলেন ওয়ার্নারের বাবামা, স্ত্রী ক্যান্ডিস ও তার তিন মেয়েও। তাদের কথা বলতে গিয়ে আরেকবার আবেগ ছুঁয়ে গেল ওয়ার্নারকে। ‘(পরিবার) আমার জীবনের বিশাল অংশজুড়ে আছে এবং তাদের সহায়তা ছাড়া কিছু করা যায় না। আমাকে খুব চমৎকার ও দারুণভাবে গড়ে তোলার কৃতিত্ব বাবামায়ের। আমার ভাই স্টিভ, ওর পদাঙ্ক অনুসরণ করেছি আমি..।’ ‘এরপর ক্যান্ডিস এলো জীবনে এবং আমাকে একরকম পথে ফেরাল। দারুণ একটি পরিবার আমাদের এবং ওদের সঙ্গে প্রতিটি মুহূর্ত আমি লালন করি যত্নে। জীবন দিয়ে ভালোবাসি ওদেরৃ আর বলতে চাই না, কারণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। তবে ‘ধন্যবাদ ক্যান্ডিস, যা কিছু করেছো, সবকিছুর জন্য। আমার জন্য তুমিই গোটা দুনিয়া এবং আমি কৃতজ্ঞ।’

লোকের কাছে কিভাবে স্মরণীয় থাকতে চান ওয়ার্নার? তার উত্তরে বলেন ‘ রোমাঞ্চকর ও বিনোদনদায়ী একজন হিসেবে এবং আশা করি, যেভাবে খেলেছি, তাতে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি।’

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া