ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সালাউদ্দিন। সে সরাইপাড়ার ফজর আলী মুন্সির বাড়ির মৃত জয়নাল আবদিনের ছেলে। সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রাত সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সে দায়রা৫৫৫৯/১৮ এবং সিআর৩৩০/১৭ (পাহাড়তলী) এর সাজা পরোয়ানাভুক্ত (সাজার মেয়াদ উল্লেখ নাই) পলাতক আসামি।

পূর্ববর্তী নিবন্ধপরীর দেশে নুহা
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ১০ টাকার ইফতার