ওয়ান সিটি টু টাউনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বৃহত্তর চট্টগ্রামকে সাজাতে চান বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আমরা করবো জয়ের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর ফিরিঙ্গিবাজারস্থ কর্ণফুলী নদী সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী টানেল উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে সাইকেল বহর, তরুণ–তরুণীদের রঙ বেরঙের ঘুড়ি উড়ানো, আঞ্চলিক গানের আসর, চাঁটগাইয়া পিঠা ও মহেশখালীর খিলি পান দিয়ে আপ্যায়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু। বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, এ টানেল নিয়ে আমার পিতা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী অনেক আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমার পিতার প্রথম নির্বাচনের ইশতেহারেও টানেল নির্মাণের কথা উল্লেখ ছিল কারণ আমাদের দেশের রাজস্ব আয়ের প্রায় ৭০ ভাগ আসে এ কর্ণফুলী নদী থেকে। এ কর্ণফুলী নদী হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই আমাদের চাওয়া ছিল কর্ণফুলী নদীতে যাতে পলি না জমে সেজন্য নদীর উপর ঝুলন্ত সেতু অথবা নদীর তলদেশে টানেল নির্মাণ। চট্টগ্রামের অর্থনীতির দ্বার আরো উন্মোচিত হবে এ টানেল উদ্বোধনের মধ্য দিয়ে। তাই আগামী নির্বাচনেও চট্টগ্রামের সকল ভোটারদের নৌকায় ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
বক্তব্য চলাকালীন আকাশে ভেসে ওঠে লাল সবুজের আতশবাজি। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। বক্তব্য দেন, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মিটুল দাশগুপ্ত, জহির উদ্দিন মো. বাবর, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, অধ্যাপক তাহমিনা বেগম, আমিনুর রশীদ দুলাল, রুহুল আমিন তপন, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।