ওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে সাঈদ হোসাইনকে অপসারণের নির্দেশ আদালতের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের এইচআরসি সিন্ডিকেট লিমিটেডের চেয়ারম্যান সাঈদ হোসাইন চৌধুরীকে ওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। তিনি ঢাকার এইচআরসি শিপিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাঈদ হোসেন একজন ঋণ খেলাপি। ১২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৯২৪ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষে ২০২২ সালে তার বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংক আগ্রাবাদ শাখা একটি অর্থঋণ মামলা দায়ের করেন। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে ১৭১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের অপর একটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে আদালতের নজরে আসে, সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের একজন পরিচালক। অথচ ব্যাংকিং কোম্পানী আইন অনুযায়ী একজন ঋণ খেলাপি ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্য নন। মূলত আইন লঙ্ঘন করে তিনি ওয়ান ব্যাংকের পরিচালক পদে নিয়োজিত আছেন। বেঞ্চ সহকারী বলেন, ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইব) অন্তর্ভুক্ত হওয়ার পরও ওয়ান ব্যাংকে সাঈদ হোসেন চৌধুরীর পরিচালক পদ বহাল থাকায় খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এ জন্য ব্যাংকিং কোম্পানী আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দিয়েছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজা খানকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধপড়া বলতে দেরি করায় শিক্ষকের চড়,হাসপাতালে যেতে হলো শিক্ষার্থীকে