ওয়ান টাইম প্লাস্টিকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হোক

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ওয়ান টাইম প্লাস্টিকের বহুবিধ ব্যবহার, যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পৃথিবীর তাবৎ পরিবেশে সচেতন মানুষ এর ক্ষতিকর প্রভাবের প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেক দেশ এর উৎপাদন বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কঠোর শাস্তির বিধান করে আইন করেছে। আমরাও আমাদের দেশের নদী, খাল, পুকুর ও জলাশয়কে পরিবেশ বিপর্যয়ের ভয়াল থাবা থেকে মুক্ত রাখার লক্ষ্যে ওয়ান টাইম প্লাস্টিকের উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে শাস্তির বিধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ প্রত্যাশা করছি।

মোজফ্‌্‌ফর আমান

ফোররখ সেন্টার,

নজু মিঞা হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅমিয় চক্রবর্তী : আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধজীবন পরিক্রমায়