আর কদিন পরেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর সে ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে। যেখানে শিরোপাজয়ী দলকে দেওয়া হবে ৪০ লাখ ইউএস ডলার। সর্বনিম্ন প্রাইজমানি থাকছে ৪০ হাজার ডলার। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে এই পুরস্কার। নিজেদের ওয়েবসাইটে গতকাল ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর মহারাষ্ট্রের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল খেলা দুই দল সর্বমোট ৬০ লাখ ডলার পাবে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ। আর বাকি ২০ লাখ পাবে রানার্স আপ হওয়া দলটি। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ করে ১৬ লাখ ডলার। গ্রুপ পর্বে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ টাকা। গ্রুপ পর্বেও অবশ্য রাখা হয়েছে প্রাইজমানি। এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার। চলতি বছরের জুলাইতে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় দেওয়া ঘোষণা অনুযায়ী ছেলেদের বিশ্বকাপের সমপরিমাণ প্রাইজমানি থাকছে মেয়েদের বিশ্বকাপেও। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।