ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ ছৈয়দ আবু ছালেহ বলেছেন, যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। শিক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে সমান পাল্লা দিয়ে এগিয়ে চলেছে মাদরাসা শিক্ষা।
জাতীয় জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মাদরাসা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নৈতিকতাসমৃদ্ধ, স্খলনমুক্ত ও বিশুদ্ধ চরিত্র গঠনে মাদরাসা শিক্ষার জুড়ি মেলা ভার। সুতরাং জাতীয় জীবনে একটি আদর্শ প্রজন্ম গঠনসহ সমৃদ্ধ দেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। তিনি গতকাল সোমবার চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। উপাধ্যক্ষ এম. মুফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইছমাঈল, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ মুনিরুল হাসান, হাসান ইমাম, মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ আবু তৈয়ব,মুহাম্মদ আমিরুল ইসলাম, গোলাম মোস্তফা, শফিউল আলম, ইকবাল হোসেন, আব্দুল বারী, ইফফাদ জাহান, রুমা আকতার, তাসনুবা আকতার, চেমন আরা প্রমুখ। শেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।