ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজ যথেষ্ট নয়

দুর্বলদের আগে বুস্টার ডোজের পরামর্শ হু’র

আজাদী ডেস্ক | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

প্রচলিত টিকার দুই ডোজ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে দূরে রাখতে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তবে ২ ডোজের পর আরেকটি বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। দেশটিতে ওমিক্রন ও ডেল্টা ধরনে আক্রান্তদের তথ্য নিয়ে হওয়া প্রাথমিক পর্যালোচনাগুলোতেও দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ধরনটিকে থামাতে এখনকার টিকাগুলো কম কার্যকর বলে উঠে এসেছিল।
এদিকে ধনী দেশগুলো কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করায় নিন্দা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অবশেষে গতকাল টিকার বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিল তারা। বার্ধক্য বা কোনো শারীরিক অসুস্থতায় দুর্বল ব্যক্তিদের আগে বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দিয়েছে তারা। হুর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এঙপার্টসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। খবর বিডিনিউজসহ বিভিন্ন সংবাদ সংস্থার।
যুক্তরাজ্যে আরও ৪৪৮ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশটিতে মোট এক হাজার ২৬৫ জনের দেহে ধরনটি পাওয়া গেল। পরিস্থিতি মোকাবেলায় ইংল্যান্ডের কেয়ার হোমগুলোর ক্ষেত্রে নির্দেশনায় বদল আসতে যাচ্ছে বলে জানিয়েছে সরকার। কেয়ার হোমগুলোতে বাসিন্দা প্রতি অতিথির সংখ্যা সীমিত করে আনা হবে, বাড়ানো হবে কোভিড শনাক্তে পরীক্ষার সংখ্যা।
নতুন ভ্যারিয়েন্টটি টিকার বিরুদ্ধে কতটা কার্যকর তা জানতে ওমিক্রন শনাক্ত হওয়া ৫৮১ জন এবং ডেল্টা শনাক্ত হওয়া কয়েক হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। এ সংখ্যা তুলনামূলক কম হলেও তথ্য বিশ্লেষণে ওমিক্রনের ক্ষেত্রে অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা অনেক কম এবং ফাইজারের দুই ডোজেও উল্লেখ করার মতো কম বলে দেখা গেছে।
বুস্টার নেওয়ার পর কোভিড উপসর্গের বিরুদ্ধে ৭৫ শতাংশ সুরক্ষাও আগের ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে টিকার যে কার্যকারিতা দেখা গেছে, তার তুলনায় কম। মডার্না ও জনসনের টিকা কতটা কার্যকর তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরিমাণ তথ্য ছিল না বিজ্ঞানীদের হাতে। তবে এই টিকাগুলোর ক্ষেত্রেও ফল অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার মতোই হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।
টিকা তুলনামূলক কম কার্যকর হলেও টিকাদানের গুরুত্ব এখনও অনেক বেশি বলেও বলছেন তারা। বিদ্যমান টিকাগুলোতে এখনও যে মাত্রার সুরক্ষা পাওয়া যাবে, তা হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে অনুমান যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থারও।

পূর্ববর্তী নিবন্ধশীতে সবজির যতো গুণ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার রজতজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন