ঢাকাই সিনেমার তরুণ জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরির ‘শান’ সিনেমার মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রোডাকশন। শুক্রবার এ সিনেমার মুক্তির কথা ছিল, মুক্তির আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমিক্রনের বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম, সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। পরিচালক বলেন, বর্তমান বাস্তবতায় আমরা দর্শকদের কোভিড আতঙ্ক নিয়ে হলে আনতে চাইনি।
‘শান’ দেশের গল্প বলেছে, মানুষের গল্প বলেছে। তাই আমাদের কাছে দেশ ও দেশের মানুষ সবার আগে। ‘শান’ ফিরে আসবে। ফিরে আসবে সুস্থ এক সময়ে। আর যখন ‘শান’ আসবে তখন দর্শকই সবার আগে জানবেন।
সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও তাসকিন রহমান।












