ওমিক্রণ সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছেন চট্টগ্রামের একদল যুবক, হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবকরা।

গতকাল শনিবার ৩টি সংগঠন অক্ষর গাড়ি, অগ্রগ্রাহী ফাউন্ডেশন ও পথচলা ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মাস্ক ও লিফলেট বিতরণ করার পাশাপাশি মাইকিং করে সবাইকে স্বাস্থ্যবিধি পালনের জন্য উৎসাহিত করা হয়। নগরীর লালখান বাজার মতিঝর্ণা টাইগার পাস পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়৷ উক্ত ক্যাম্পেইনে সংগঠনগুলোর সাধারণ সদস্যদের পাশাপাশি হিজড়ারা ও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন। উক্ত আয়োজনে উদ্বোধক ছিলেন লালখান বাজার ওয়ার্ড কমিশনার আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। সংগঠনগুলোর পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করেন তারেক আজিজ মাসউদ, তানজিল রশিদ, নিজাম উদ্দিন গোফরান, মনিষা মীম নিপুণ (হিজড়া) ও মো. আব্দুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধযুবকের ছুঁড়ে দেওয়া ইটের আঘাতে গৃহবধূ আহত