ওমান লিগে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সাফল্য

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

ওমানের জাতীয় লীগের ‘সিনিয়র ডি’ বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত সিনিয়র ডিভিশন টি২০ ক্রিকেট লিগ‘-এর ডিভিশনের গ্রুপ পর্বে রানার আপ হয় প্রবাসী খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাবটি। শুক্রবার রাজধানী মাস্কাটের আমারাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ও রানার আপ নির্ধারণী খেলায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব ২৫ রানে প্রবাসী ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে গড়া পেইস প্লেয়ার্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করত নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। দলের সাইফুল ইসলাম ৩৭ বল খেলে সর্বোচ্চ ৫৯ রান করেন। জবাবে পেইস প্লেয়ার্স ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের সাইফুল ইসলাম ৫৯ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ রান সংগ্রহের জন্য সেরা ব্যাটসম্যানও নির্বাচিত হয়েছেন। মাঠে ছিলেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট মো. আশরাফুর রহমান সিআইপি, সেক্রেটারি শেখ ফাহাদ। ২০২২ সালে ক্রীড়াপ্রেমী কয়েকজন প্রবাসী উদ্যোক্তার হাতে ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। ক্লাবটির একটি নারী ক্রিকেট দলও আছে।

পূর্ববর্তী নিবন্ধআশরাফ আলী স্মৃতি কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচিল্ড্রেন গার্ডেন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা