ওমানে সড়ক দুর্ঘটনায় মো. মুসা (২১) নামের এক প্রবাসী মারা গেছেন। গত সোমবার রাতে ওমানের চালালা নামক স্থানে দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় তিনি মারা যান। নিহত মুসা রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শাহাদুল্লাহ্ কাজীর বাড়ির মো. এজাহার মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মুছা পাঁচ বছর আগে ওমানে গিয়েছিলেন। চলতি বছরের শেষের দিকে তার দেশে আসার কথা ছিল। তার মৃত্যুর সংবাদে পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।