ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক অনুদান

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ পরিবারে আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছে রূপালি ক্রেডিট কো অপারেটিভ।

নিহত পরিবারগুলোকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হালিশহর শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু, শিবেরহাট শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন, কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক তাওহীদুল ইসলাম, সিনিয়র অফিসার শাহাদাত হোসাইন প্রমুখ।

রূপালি ক্রেডিট কো অপারেটিভের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, রূপালী ক্রেডিট সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবসময় নিজেদের নিয়োজিত রেখে আসছে। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধন হলেও পরিত্যক্ত পড়ে রয়েছে রাউজানের ট্রমা সেন্টার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ