ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত শাহজানের গ্রামের বাড়িতে শোকের মাতম

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

ওমানে দুর্ঘটনায় নিহত হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের মরহুম মো. শাহজানের (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

গতকাল শনিবার বিকালের দিকে মেখলে মরহুমের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। গোটা পরিবারে চলছে শোকের মাতম। গ্রামবাসীও তার এমন মৃত্যুতে শোকাহত। নিহতের স্ত্রীর কান্নার শব্দে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। ‘কেন আল্লাহ আমাকে এতোবড় সাজা দিলেন, আমার সন্তানদের কি হবে, তারা এতিম হয়ে গেলো’ এসব বলে বলে বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছিলেন নিহতের স্ত্রী।

জানা যায়, হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আমির হোসেনের বাড়ির মো. নুর হোসেনের বড় ছেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী মো. শাহজান ওমানের মিসফাহ এলাকায় একটা কোম্পানিতে গাড়ির গ্যারেজে কাজ করতেন। ৩০ ডিসেম্বর ছিলো তার ছুটির দিন। আর ছুটির দিনে বাড়তি আয়ের আশায় মাসকেট শহরের জেপরিন নামক স্থানে কাজ করতে যান শাহজান। সেখানে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ওমানের রাজধানী মাসকাটের ওথাইয়া এলাকার সরকারি কোলা হাসপাতালে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যার দিকে ওখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত শাহজান মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার। পরিবারের কর্মক্ষম বড় সন্তানকে হারিয়ে সবাই এখন দিশেহারা। গত প্রায় ১৮ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ওমানে পাড়ি জমানো শাহজান শেষবারের মতো গত ৯ মাস পূর্বে দেশে ছুটি কাটিযে পুনরায় নিজ কর্মস্থল ওমানে ফিরে যান। আর এখন লাশ হয়ে দেশে আসছেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ২/৩ দিনের মধ্যে লাশ দেশে আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ আনসারুল্লাহ-বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅসহায়দের সেবায় এগিয়ে আসতে হবে