ওমানে সাগরে ডুবে ফটিকছড়ির দুই ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাগরের পানিতে ডুবে ফটিকছড়ির দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ওমানের মাস্কাট শহরের জেবল সিফা সাগরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনআব্বাস (২৬) ও আজাদ (১৯)। তারা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র বলে নিশ্চিত করেছেন নাজিরহট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী।

জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত সপরিবারে ওমানের হামিরিয়ায় বসবাস করেন। রবিবার রাতে তারা দুই ভাইসহ ৫ বন্ধু মিলে মাস্কাট জেবল সিফা সাগরে বেড়াতে যান। সবাই মিলে সাগরে নামলে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন দুই ভাই। রাতে খোঁজাখুঁজির করে না পেলেও গতকাল সোমবার সকালে ওমান রয়েল পুলিশের একটি টিম দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। বর্তমানে তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদখল নয়, দলিলই হবে জমির মালিকানা : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা