ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২৩) নামে রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ওমান সময় বিকেল ৩টার দিকে দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী উপজেলার পারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পারুয়া পশ্চিমপাড়া এলাকার মো. হোসেনের ছেলে। ওমানে কর্মরত নিহতের ভাই মো. রায়হান জানান, নয়ন সড়কের পাশে কাজ করার সময় পেছন দিক তেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে নয়নের বুকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় দুকুম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ইব্রা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটের দিকে নয়ন মৃত্যুবরণ করে।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে কর্মের উদ্দেশ্যে নয়ন ওমানে যায়। দুই ভাই এক বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের ৫ম ইসলামিক কনফারেন্স
পরবর্তী নিবন্ধভিবিডি চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক