ওমানে ছয়তলা ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাউজানের নুরুল আবসার (৪৫) নামে এক প্রবাসী উপসাগরীয় দেশ ওমানের কর্মস্থলে ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনরা জানিয়েছে গতকাল সোমবার দুপুরে তারা এই সংবাদ পায় সেখানকার পরিচিত প্রবাসীদের কাছ থেকে। এই সংবাদ শুনার পর পরিবারের শোকের মাতম শুরু হয়। জানা যায়, তিন কন্যা ও এক ছেলের জনক নুরুল আবসার কাজ করতেন ওমানের সানাইয়া মোবালা নামের একটি এলাকায়। তিনি ছয়তলা ভবনের উপড়ে উঠে রঙের কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় সেখানে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা যায়, নিহত ব্যক্তি রাউজান সদর ইউনিয়নের শমশেরপাড়ার মমতাজুল হকের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ফাউন্ডেশন ও হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাসূলের (সা.) আগমনে আলোকিত হয়েছিল বিশ্বজাহান