ওমানে করোনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরমান উল্লাহ (৫০) নামে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়া পাড়ার মৃত ছলিম উল্লাহর পুত্র ও চার সন্তানের জনক।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় এক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ফরমান উল্লাহ। তিনি ওমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহুমকি-ধমকিতে বন্ধ হবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ
পরবর্তী নিবন্ধপার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পাহাড়িদের হতাশ করেছে